বিল্লাল মাহমুদ মানিক : বৃষ্টিজলে ভেজা দেহতরু,
ভিজে গেছে কবরের ঘাস,
কী করে তোমাকে আমি জড়িয়ে ধরিব?
দেহ জুড়ে ফুটে আছে কদম্বফুল,
দেহ জুড়ে গেঁথে আছে পাপড়ি কেয়ার,
তোমাকে কেমনে আমি জড়িয়ে ধরিব?
আবারো তোমাকে আমি ভিজিয়ে ফেলিব।
আকাশের বুকে দেখো কালচে বেদনা,
পৃথিবীর বুকে কত কান্নার জল,
আমরা দুজনে চলো মুছে দিই সব,
চারিদিকে শুরু হোক সাজ সাজ রব,
চারিদিকে হয়ে যাক প্রেম কলরব।
চলো, ভেজা ভেজা ভালোবাসা
ছড়িয়ে ছিটিয়ে দিই,
চলো, ভেজা ভেজা স্বপ্নগুলো
উড়িয়ে ঘুরিয়ে দিই।