ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বৃদ্ধার মরদেহ

  • আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আবদুল মমিনের স্ত্রী। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার ফজর নামাজের সময় নিহত শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন স্ত্রীকে নামাজের জন্য ডেকে মসজিদে যান। মসজিদ থেকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবেশিরাও খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঘরের পিছনের সেপটিক ট্যাংকের কাছে তার ব্যবহৃত জুতা ও মাটিতে টানাহেচড়ার দাগ দেখা যায়। পরে সেপটিক ট্যাংকে শাহিদা বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহম্মেদ বলেন, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলা হয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৃদ্ধার মরদেহ

আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আবদুল মমিনের স্ত্রী। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার ফজর নামাজের সময় নিহত শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন স্ত্রীকে নামাজের জন্য ডেকে মসজিদে যান। মসজিদ থেকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবেশিরাও খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঘরের পিছনের সেপটিক ট্যাংকের কাছে তার ব্যবহৃত জুতা ও মাটিতে টানাহেচড়ার দাগ দেখা যায়। পরে সেপটিক ট্যাংকে শাহিদা বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহম্মেদ বলেন, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলা হয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।