ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ঘরের সিলিংয়ে লুকিয়ে ছিলেন হত্যাকারী!

  • আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এসময় ইমনকে তিনি ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলায় রাশেদা বেগম ঘরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজনকে ছুটে আসতে দেখে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে সেখান থেকে নামিয়ে আটক করে ও লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসি/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ঘরের সিলিংয়ে লুকিয়ে ছিলেন হত্যাকারী!

আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এসময় ইমনকে তিনি ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলায় রাশেদা বেগম ঘরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজনকে ছুটে আসতে দেখে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে সেখান থেকে নামিয়ে আটক করে ও লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসি/আপ্র/২৬/০৯/২০২৫