বরিশাল সংবাদদাতা : ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের উদ্যোগে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় এ কার্যক্রম উদ্বোধন করেন পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জিএম নাজিমুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার, স্বাচিপ শেবাচিম শাখার সাধারণ সম্পাদক ডা. এ এইচ এম সায়েম, যুগ্ম সম্পাদক ডা. মাসরেফুল ইসলাম সৈকত, ইনডোর ডাক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত, ডা. মোকলেছুর রহমান সোহাগ প্রমুখ।
জনপ্রিয় সংবাদ