ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বুড়িমারী স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ১০ দিন

  • আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকবে। ফলে এ কদিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকেবে। সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ৮ ও ৯ অক্টোবর স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী সোমবার (১০ অক্টোবর) বন্দরের যাবতীয় কার্যক্রম চালু হবে। বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ ১০দিন বন্ধ থাকবে বুড়িমারী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর। ১০ অক্টোবর থেকে যথানিয়মে ফের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুড়িমারী স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ১০ দিন

আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকবে। ফলে এ কদিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকেবে। সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ৮ ও ৯ অক্টোবর স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী সোমবার (১০ অক্টোবর) বন্দরের যাবতীয় কার্যক্রম চালু হবে। বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ ১০দিন বন্ধ থাকবে বুড়িমারী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর। ১০ অক্টোবর থেকে যথানিয়মে ফের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।