প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত। রবিবার নিজের অফিশিয়াল টুইটার একাউন্টের টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে মার্কিনীদের ভ্যাকসিন নেয়ার ব্যাপারেও উৎসাহিত করেন।
টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভাল বোধ করছি। মিশেল ও আমি টিকা নিয়েছি। টিকার বুস্টার ডোজও নিয়েছি। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।’
টুইটে ওবামা জানান, তার স্ত্রী মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। সাবেক এই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সিএনএন বলছে, শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটিয়ে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরই করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান
বুস্টার নেওয়ার পরও করোনায় আক্রান্ত বারাক ওবামা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ