আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব বুরকিনা ফাসোয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় ৫০ নিহত হয়েছে। অঞ্চলটির গভর্নর সূত্রে এ খবর জানিয়েছে সিএনএন। পূর্ব অঞ্চলের গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগো বলেছেন, মাদজোয়ারির গ্রামীণ বাসিন্দাদের বুধবারের হামলার পিছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইয়ামিওগো এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা বেনিন ও টোগোর সীমান্তের কাছাকাছি পামার জনগোষ্ঠীর একটি শহরে যাচ্ছিল। আল কায়েদা এবং আইএসআইএসের সাথে যুক্ত ইসলামপন্থী জঙ্গিরা সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিম আফ্রিকার আধা-শুষ্ক সাহেল অঞ্চল জুড়ে বিস্তৃত বিদ্রোহের অংশ হিসেবে বুরকিনা ফাসোর কিছু অংশ দখল করেছে। দেশটিতে গত এক দশকের সহিংসতা বিস্তৃত এবং তীব্রতর হয়েছে। এসব সহিংসতায় প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হচ্ছে।