ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বুরকিনা ফাসোতে ‘জঙ্গি হামলায়’ সরকারপন্থি ৪১ মিলিশিয়া নিহত

  • আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় সরকারপন্থি একটি মিলিশিয়া বাহিনীর ৪১ সদস্য নিহত হওয়ার পর কর্তৃপক্ষ দুইদিনের শোক ঘোষণা করেছে।
গত বৃহস্পতিবার লোরৌম প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার (ভিডিপি)বাহিনীর সদস্যরা আচমকা হামলার মুখে পড়ে বলে কর্তপক্ষ শনিবার এক বিবৃতিতে জানায়। জঙ্গিদমনে বুরকিনা ফাসোর সরকারই ভিডিপিকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীটি গঠিত হওয়ার পর বৃহস্পতিবারের আগ পর্যন্ত কখনোই একদিনে তাদের এত সদস্যের মৃত্যু হয়নি। মাসখানেক আগে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল। “বেদনাদায়ক এ পরিস্থিতিতে এবং সাহসী ভিডিপি সদস্য যারা মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশজুড়ে দুইদিনের শোক ঘোষণা করেছেন, যা রোববার থেকে শুরু হবে,” বিবৃতিতে বলেছেন সরকারের মুখপাত্র আলকাসুম মাইগা। আফ্রিকার সাহেল অঞ্চলে হাজারো মানুষকে হত্যা এবং ১০ লাখেরও বেশি মানুষকে উদ্বাস্তুতে পরিণত করার জন্য দায়ী ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবেলায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে বুরকিনা ফাসোতে কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা ওই অঞ্চলের বিভিন্ন দেশের সেনাবাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। বুরকিনা ফাসো ও নাইজারের কয়েকশ সেনার যৌথ অভিযানে চলতি মাসের শুরুর দিকে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে বুরকিনাবে সেনাবাহিনী। ওই অভিযানে বিপুল সংখ্যক বন্দুক, অত্যাধুনিক বিস্ফোরক ডিভাইস ও কয়েকশ মোটরসাইকেল জব্দ হয়েছে বলেও দাবি করেছে তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুরকিনা ফাসোতে ‘জঙ্গি হামলায়’ সরকারপন্থি ৪১ মিলিশিয়া নিহত

আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় সরকারপন্থি একটি মিলিশিয়া বাহিনীর ৪১ সদস্য নিহত হওয়ার পর কর্তৃপক্ষ দুইদিনের শোক ঘোষণা করেছে।
গত বৃহস্পতিবার লোরৌম প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার (ভিডিপি)বাহিনীর সদস্যরা আচমকা হামলার মুখে পড়ে বলে কর্তপক্ষ শনিবার এক বিবৃতিতে জানায়। জঙ্গিদমনে বুরকিনা ফাসোর সরকারই ভিডিপিকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীটি গঠিত হওয়ার পর বৃহস্পতিবারের আগ পর্যন্ত কখনোই একদিনে তাদের এত সদস্যের মৃত্যু হয়নি। মাসখানেক আগে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল। “বেদনাদায়ক এ পরিস্থিতিতে এবং সাহসী ভিডিপি সদস্য যারা মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশজুড়ে দুইদিনের শোক ঘোষণা করেছেন, যা রোববার থেকে শুরু হবে,” বিবৃতিতে বলেছেন সরকারের মুখপাত্র আলকাসুম মাইগা। আফ্রিকার সাহেল অঞ্চলে হাজারো মানুষকে হত্যা এবং ১০ লাখেরও বেশি মানুষকে উদ্বাস্তুতে পরিণত করার জন্য দায়ী ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবেলায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে বুরকিনা ফাসোতে কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা ওই অঞ্চলের বিভিন্ন দেশের সেনাবাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। বুরকিনা ফাসো ও নাইজারের কয়েকশ সেনার যৌথ অভিযানে চলতি মাসের শুরুর দিকে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে বুরকিনাবে সেনাবাহিনী। ওই অভিযানে বিপুল সংখ্যক বন্দুক, অত্যাধুনিক বিস্ফোরক ডিভাইস ও কয়েকশ মোটরসাইকেল জব্দ হয়েছে বলেও দাবি করেছে তারা।