ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

বুমরাহর সামনে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ

  • আপডেট সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাল থেকে হেডিংলিতে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট। এই ম্যাচেই কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেবের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেস তারকা জসপ্রিত বুমরাহর সামনে। ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন কপিল। তাকে ছাড়িয়ে যেতে বুমরাহর প্রয়োজন ৫ উইকেট। কপিল দেবের চেয়ে কম ম্যাচ খেলে ১০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার হাতছানি বুমরাহর সামনে। ২৫টি টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বুমরাহ খেলেছেন ২২টি ম্যাচ। পেয়েছেন ৯৫টি উইকেট। ইংল্যান্ডের মাটিতে যে ছন্দে তিনি রয়েছেন, তাতে হেডিংলি টেস্টেই এই রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ। নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট পেয়েছেন বুমরাহ। লর্ডসে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এই সিরিজে আরও দুটি ম্যাচ বাকি আছে। ভারতের এই পেসারের দরকার পাঁচটি উইকেট। সব মিলিয়ে ভারতীয় বোলাদের মধ্যে সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ১৮টি টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুমরাহর সামনে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ

আপডেট সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : কাল থেকে হেডিংলিতে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট। এই ম্যাচেই কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেবের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেস তারকা জসপ্রিত বুমরাহর সামনে। ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন কপিল। তাকে ছাড়িয়ে যেতে বুমরাহর প্রয়োজন ৫ উইকেট। কপিল দেবের চেয়ে কম ম্যাচ খেলে ১০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার হাতছানি বুমরাহর সামনে। ২৫টি টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বুমরাহ খেলেছেন ২২টি ম্যাচ। পেয়েছেন ৯৫টি উইকেট। ইংল্যান্ডের মাটিতে যে ছন্দে তিনি রয়েছেন, তাতে হেডিংলি টেস্টেই এই রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ। নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট পেয়েছেন বুমরাহ। লর্ডসে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এই সিরিজে আরও দুটি ম্যাচ বাকি আছে। ভারতের এই পেসারের দরকার পাঁচটি উইকেট। সব মিলিয়ে ভারতীয় বোলাদের মধ্যে সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ১৮টি টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি।