ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুমরাহর অধিনায়কত্বে বাধা চোট, বিকল্প ভাবছে ভারত

  • আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত একটি টেস্টই জিতেছে, সেই টেস্টে নেতৃত্বে ছিলেন জাসপ্রিত বুমরাহ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ভারত একদমই ভালো করতে পারেননি। সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে। রোহিত ব্যাট হাতে কিংবা নেতৃত্বে, কোনো জায়গায়ই সুবিধা করতে পারছেন না।

তাই রোহিতের পরবর্তী অধিনায়ক কে হবেন, সে আলোচনা শুরু হয়ে গেছে। এই জায়গায় সবার থেকে এগিয়ে বুমরাহ। তিনিই অধিনায়ক হিসেবে অটো চয়েজ হওয়ার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পান বুমরাহ। যেই কারণে সিডনিতে মাঝপথে খেলা ফেলে হাসপাতালে দৌড়াতে হয়েছিল এই পেসারকে।দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাকে।

বুমরাহের চোট নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। সুস্থ হতে কমপক্ষে ৩-৪ সপ্তাহ লাগবে। পিটিআই-এর এক রিপোর্টে দাবি করা হয়েছিল, এবার পাকপাকিভাবে বুমরাহের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চাইছে বোর্ড। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট। ফলে বিকল্প ভাবনায় ভারতীয় বোর্ড। রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের দিকে, তখন অধিনায়ক এবং সহঅধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বোর্ড। এখন পর্যন্ত সহঅধিনায়ক পদের জন্য যশস্বী জয়সওয়াল এবং রিশাভ পান্ত এগিয়ে রয়েছে। তবে বেশি সম্ভাবনা রয়েছে পান্তের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুমরাহর অধিনায়কত্বে বাধা চোট, বিকল্প ভাবছে ভারত

আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত একটি টেস্টই জিতেছে, সেই টেস্টে নেতৃত্বে ছিলেন জাসপ্রিত বুমরাহ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ভারত একদমই ভালো করতে পারেননি। সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে। রোহিত ব্যাট হাতে কিংবা নেতৃত্বে, কোনো জায়গায়ই সুবিধা করতে পারছেন না।

তাই রোহিতের পরবর্তী অধিনায়ক কে হবেন, সে আলোচনা শুরু হয়ে গেছে। এই জায়গায় সবার থেকে এগিয়ে বুমরাহ। তিনিই অধিনায়ক হিসেবে অটো চয়েজ হওয়ার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পান বুমরাহ। যেই কারণে সিডনিতে মাঝপথে খেলা ফেলে হাসপাতালে দৌড়াতে হয়েছিল এই পেসারকে।দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাকে।

বুমরাহের চোট নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। সুস্থ হতে কমপক্ষে ৩-৪ সপ্তাহ লাগবে। পিটিআই-এর এক রিপোর্টে দাবি করা হয়েছিল, এবার পাকপাকিভাবে বুমরাহের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চাইছে বোর্ড। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট। ফলে বিকল্প ভাবনায় ভারতীয় বোর্ড। রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের দিকে, তখন অধিনায়ক এবং সহঅধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বোর্ড। এখন পর্যন্ত সহঅধিনায়ক পদের জন্য যশস্বী জয়সওয়াল এবং রিশাভ পান্ত এগিয়ে রয়েছে। তবে বেশি সম্ভাবনা রয়েছে পান্তের।