ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

বুবলীর এখন মানসিক সাপোর্ট দরকার : মনিরা মিঠু

  • আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী সম্পর্কে কথাগুলো বলছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। গত মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেটে এসব কথা বলেন তিনি। এ সময় বুবলী তার পাশেই ছিলেন। গণমাধ্যমকর্মীদের নিকট অনুরোধ জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং মানসিক সাপোর্ট দেওয়া উচিত, অনেক বেশি সাহস দেওয়া উচিত। ’ মিঠু মনে করেন, বুবলী একজন মেধাবী শিল্পী। ব্যক্তিগত পছন্দের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আর ও যেহেতু সিনেমার সেটে আছে, চমৎকার করছে সে। তার ব্যক্তিগত ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার―এসব আমার খুব পছন্দের। ’ বুবলীর এগিয়ে যাওয়া যদি প্রতিবন্ধকতার না হয় তাহলে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার হাতের মুঠোয় চলে আসবে। মিঠু বলেন, ‘ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি ব্যক্তিগতভাবে বলব, ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নেই। এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে। ওকে শুধু আমি এগিয়ে যাওয়া দেখতে চাই। ও একজন শিল্পী, আমি একজন শিল্পী, আমিও চাই ও শুধু এগিয়ে যাবে। ও এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোয় থাকবে। ’ মনিরা মিঠুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুবলী। মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন। বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। তিনি আরো বলেন, ‘আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন। শবনম ইয়াসমিন বুবলী দেশের একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। সেখান থেকেই চলচ্চিত্রে আসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুবলীর এখন মানসিক সাপোর্ট দরকার : মনিরা মিঠু

আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী সম্পর্কে কথাগুলো বলছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। গত মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেটে এসব কথা বলেন তিনি। এ সময় বুবলী তার পাশেই ছিলেন। গণমাধ্যমকর্মীদের নিকট অনুরোধ জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং মানসিক সাপোর্ট দেওয়া উচিত, অনেক বেশি সাহস দেওয়া উচিত। ’ মিঠু মনে করেন, বুবলী একজন মেধাবী শিল্পী। ব্যক্তিগত পছন্দের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আর ও যেহেতু সিনেমার সেটে আছে, চমৎকার করছে সে। তার ব্যক্তিগত ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার―এসব আমার খুব পছন্দের। ’ বুবলীর এগিয়ে যাওয়া যদি প্রতিবন্ধকতার না হয় তাহলে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার হাতের মুঠোয় চলে আসবে। মিঠু বলেন, ‘ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি ব্যক্তিগতভাবে বলব, ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নেই। এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে। ওকে শুধু আমি এগিয়ে যাওয়া দেখতে চাই। ও একজন শিল্পী, আমি একজন শিল্পী, আমিও চাই ও শুধু এগিয়ে যাবে। ও এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোয় থাকবে। ’ মনিরা মিঠুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুবলী। মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন। বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। তিনি আরো বলেন, ‘আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন। শবনম ইয়াসমিন বুবলী দেশের একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। সেখান থেকেই চলচ্চিত্রে আসেন।