ক্রীড়া ডেস্ক: ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছালেন ইয়ানিক সিনার। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বুবলিকের বিপক্ষে সরাসরি সেটে ৬-১, ৬-১, ৬-১ গেমে সহজ জয় তুলে নেন বিশ্বের এক নম্বর তারকা।
মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে সিনার নিজের দ্রততম গ্রান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড ভাঙেন। এই জয়ের মাধ্যমে হার্ড-কোর্ট গ্র্যান্ড স্ল্যামে টানা ২৫ ম্যাচ জিতলেন সিনার। নোভাক জোকোভিচের রেকর্ডের চেয়ে মাত্র দুই জয় দূরে রয়েছেন ইতালিয়ান তারকা।
কার্লোস আলকারাজের পর সিনারকে গত ১২ মাসে হারানো একমাত্র খেলোয়াড় ছিলেন বুবলিক। এবারের টুর্নামেন্টে একমাত্র খেলোয়াড় হিসেবে সার্ভিস হারানো ছাড়া চতুর্থ রাউন্ডে পৌঁছান এই কাজাখ তারকা।
ম্যাচের আগে বুবলিক বলেছিলেন, তার লক্ষ্য হলো প্রথম সার্ভিস গেমটি না হারানো। কিন্তু ম্যাচ শুরুর পরই তিনি প্রথম সার্ভিস গেম হারান। পুরো ম্যাচে ১৩টি ডাবল ফল্ট করেন বুবলিক যার মধ্যে প্রথম সেটেই দুটি আন্ডারআর্ম সার্ভও ছিল।
ম্যাচের আগে সিনারকে ‘এআই জেনারেটেড’ আখ্যা দেওয়া বুবলিক ম্যাচ শেষে বলেন, ‘তুমি এতটাই ভালো, এটা অবিশ্বাস্য। আমি কিন্তু খারাপ নই।’
সিনার বলেন, “আগের ম্যাচে টমি পলের সঙ্গে দীর্ঘ ম্যাচ খেলার কারণে বুবলিক ক্লান্ত ছিল। তার সেই ম্যাচটা খুব কঠিন হয়েছিল। সে সাধারণত যেভাবে সার্ভ করে, আজ সেটা করতে পারেনি। আমি খুব খুশি। এ বছর প্রথমবারের মতো এখানে রাতের ম্যাচ খেললাম, আর এটা অনেক বড় পার্থক্য তৈরি করেছে।”
ওআ/আপ্র/০২/০৯/২০২৫