ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বুধবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ, দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

  • আপডেট সময় : ০৪:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রযুক্তি ডেস্ক: এই সপ্তাহেই আকাশপ্রেমীরা বছরের বৃহত্তম সুপারমুন দেখার সুযোগ পেতে চলেছেন। আগামী বুধবার, ৫ই নভেম্বর, চাঁদ পৃথিবীর কক্ষপথে তার নিকটতম অবস্থানে আসায় একটি পূর্ণিমার রাতকে আলোকিত করবে, যা এটিকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল করে তুলবে।

সুপারমুন কেন হয়? চাঁদের কক্ষপথ পৃথিবীর চারপাশে পুরোপুরি বৃত্তাকার নয়, এটি ডিম্বাকার। এর মানে হলো, চাঁদের প্রদক্ষিণের সময় এটি কখনও পৃথিবীর কাছাকাছি আসে আবার কখনও দূরে সরে যায়।

যখন একটি পূর্ণিমা চাঁদের পৃথিবীর নিকটতম বিন্দুর ১০% দূরত্বের মধ্যে ঘটে, তখন সেটিকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় এবং বেশি উজ্জ্বল দেখায়।

এবারের সুপারমুন কেন বিশেষ? আগামী ৫ই নভেম্বর, ২০২৫-এ, চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩৫৭,০০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে। এটি এই বছরের নিকটতম পূর্ণিমা এবং সে কারণেই এটি হবে বছরের বৃহত্তম সুপারমুন।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুপারমুনটি একটি পূর্ণিমার চাঁদের চেয়ে গড়ে প্রায় ৮% বড় এবং প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখাবে।

কখন এবং কীভাবে দেখবেন? সূর্যাস্তের সময় পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদের উদয় দেখার দৃশ্যটি বেশ নাটকীয় হবে। সন্ধ্যা নামার সাথে সাথে দিগন্তের উপরে চাঁদের উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা এক দারুণ অভিজ্ঞতা।

চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন মুন ইল্যুশন (চাঁদের বিভ্রম) নামে একটি ঘটনার কারণে এটিকে অস্বাভাবিকভাবে বড় দেখায়। এর কারণ হলো, তখন আমাদের মস্তিষ্ক চাঁদকে পারিপার্শ্বিক বস্তু, যেমন গাছপালা বা ভবনের সাথে তুলনা করে, ফলে একে বড় বলে মনে হয়।

চাঁদ যত উপরে উঠতে থাকে, এই বিভ্রম কেটে যায় এবং একে স্বাভাবিক আকারে দেখা যায়, যদিও বাস্তবে এর আকারে কোনো পরিবর্তন হয় না।

এই সুপারমুনটি পৃথিবীর যেকোনো স্থান থেকেই দেখা যাবে। আপনার স্থানীয় সময় অনুযায়ী যখন চাঁদ উঠবে এবং আকাশ মেঘমুক্ত থাকবে, আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, এই উজ্জ্বল ও বড় চাঁদটি উপভোগ করতে পারবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ওআ/আপ্র/৪/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বুধবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ, দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আপডেট সময় : ০৪:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: এই সপ্তাহেই আকাশপ্রেমীরা বছরের বৃহত্তম সুপারমুন দেখার সুযোগ পেতে চলেছেন। আগামী বুধবার, ৫ই নভেম্বর, চাঁদ পৃথিবীর কক্ষপথে তার নিকটতম অবস্থানে আসায় একটি পূর্ণিমার রাতকে আলোকিত করবে, যা এটিকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল করে তুলবে।

সুপারমুন কেন হয়? চাঁদের কক্ষপথ পৃথিবীর চারপাশে পুরোপুরি বৃত্তাকার নয়, এটি ডিম্বাকার। এর মানে হলো, চাঁদের প্রদক্ষিণের সময় এটি কখনও পৃথিবীর কাছাকাছি আসে আবার কখনও দূরে সরে যায়।

যখন একটি পূর্ণিমা চাঁদের পৃথিবীর নিকটতম বিন্দুর ১০% দূরত্বের মধ্যে ঘটে, তখন সেটিকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় এবং বেশি উজ্জ্বল দেখায়।

এবারের সুপারমুন কেন বিশেষ? আগামী ৫ই নভেম্বর, ২০২৫-এ, চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩৫৭,০০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে। এটি এই বছরের নিকটতম পূর্ণিমা এবং সে কারণেই এটি হবে বছরের বৃহত্তম সুপারমুন।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুপারমুনটি একটি পূর্ণিমার চাঁদের চেয়ে গড়ে প্রায় ৮% বড় এবং প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখাবে।

কখন এবং কীভাবে দেখবেন? সূর্যাস্তের সময় পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদের উদয় দেখার দৃশ্যটি বেশ নাটকীয় হবে। সন্ধ্যা নামার সাথে সাথে দিগন্তের উপরে চাঁদের উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা এক দারুণ অভিজ্ঞতা।

চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন মুন ইল্যুশন (চাঁদের বিভ্রম) নামে একটি ঘটনার কারণে এটিকে অস্বাভাবিকভাবে বড় দেখায়। এর কারণ হলো, তখন আমাদের মস্তিষ্ক চাঁদকে পারিপার্শ্বিক বস্তু, যেমন গাছপালা বা ভবনের সাথে তুলনা করে, ফলে একে বড় বলে মনে হয়।

চাঁদ যত উপরে উঠতে থাকে, এই বিভ্রম কেটে যায় এবং একে স্বাভাবিক আকারে দেখা যায়, যদিও বাস্তবে এর আকারে কোনো পরিবর্তন হয় না।

এই সুপারমুনটি পৃথিবীর যেকোনো স্থান থেকেই দেখা যাবে। আপনার স্থানীয় সময় অনুযায়ী যখন চাঁদ উঠবে এবং আকাশ মেঘমুক্ত থাকবে, আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, এই উজ্জ্বল ও বড় চাঁদটি উপভোগ করতে পারবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ওআ/আপ্র/৪/১১/২০২৫