নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের বিধিনিষেধ সরকার শিথিল করায় ব্যাংকগুলোতে আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়ের মতো লেনদেন হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্যে ব্যাংকগুলোতে খ-িত সময় লেনদেন হতো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বুধবার থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা; অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনের মধ্যে দেওয়া অন্যান্য বিধিনিষেধ তুলে নিয়েছে। স্বল্পসংখ্যক শাখা খোলা রাখা এবং কম জনবল দিয়ে শাখা চালানোর মতো বিষয়গুলো বুধবার থেকে আর কার্যকর খাকবে না। দেশের পুঁজিবাজার ইতিমধ্যে স্বাভাবিক সময়ে লেনদেনে ফিরেছে সোমবার থেকেই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘পুঁজিবাজার ইতি মধ্যে স্বাভাবিক সময়ে লেনদেনে ফিরেছে। তাই নতুন কোনো নির্দেশনা নেই।’