ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

বুধবারও ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ০২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দর-কষাকষির (৯ নভেম্বর) শেষ দিন ছিলো গতকাল বুধবার। এদিনও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৬০ মিলিয়ন বা ৬ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে ডলার সংকটে ভুগছে দেশের অর্থনীতি। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রিজার্ভ থেকে বাজারে ডলার ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতেও কোন কাজ হচ্ছে না। প্রতিনিয়ত ডলার সংকটে কমছে রিজার্ভ। হুমকির মুখে পড়ছে দেশের সার্বিক অর্থনীতি। এর আগে গত জুলাই মাসে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় সরকার। এরপর নিয়ম অনুযায়ী সম্প্রতি দুই সপ্তাহের সফরে ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল। সফরে দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ। গত ২৬ অক্টোবর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের সর্বশেষ বৈঠকে উভয়দলের প্রতিনিধিরা নিজেদের পক্ষে দরকষাকষি করেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা কিছু ইস্যুতে দ্বিমত পোষণ করে নিজেদের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। কিন্তু ঋণের সুদ হারের সীমা নির্ধারণ, অভিন্ন একচেঞ্জ রেট, রিজার্ভ গণনা পদ্ধতি ও খেলাপি ঋণ কমাতে ব্যাংক পর্ষদ গঠনের আইনের সংস্কার প্রভৃতি পর্যায়ক্রমে বাস্তবায়ন প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা যায়, আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ( ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি থেকে ৩২০ কোটি ডলার ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে কর্মকর্তা পর্যায়ে তারা একমত হয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে নির্দেশ

বুধবারও ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দর-কষাকষির (৯ নভেম্বর) শেষ দিন ছিলো গতকাল বুধবার। এদিনও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৬০ মিলিয়ন বা ৬ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে ডলার সংকটে ভুগছে দেশের অর্থনীতি। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রিজার্ভ থেকে বাজারে ডলার ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতেও কোন কাজ হচ্ছে না। প্রতিনিয়ত ডলার সংকটে কমছে রিজার্ভ। হুমকির মুখে পড়ছে দেশের সার্বিক অর্থনীতি। এর আগে গত জুলাই মাসে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় সরকার। এরপর নিয়ম অনুযায়ী সম্প্রতি দুই সপ্তাহের সফরে ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল। সফরে দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ। গত ২৬ অক্টোবর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের সর্বশেষ বৈঠকে উভয়দলের প্রতিনিধিরা নিজেদের পক্ষে দরকষাকষি করেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা কিছু ইস্যুতে দ্বিমত পোষণ করে নিজেদের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। কিন্তু ঋণের সুদ হারের সীমা নির্ধারণ, অভিন্ন একচেঞ্জ রেট, রিজার্ভ গণনা পদ্ধতি ও খেলাপি ঋণ কমাতে ব্যাংক পর্ষদ গঠনের আইনের সংস্কার প্রভৃতি পর্যায়ক্রমে বাস্তবায়ন প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা যায়, আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ( ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি থেকে ৩২০ কোটি ডলার ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে কর্মকর্তা পর্যায়ে তারা একমত হয়েছেন।