ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বুচায় নিহত বেসামরিকদের ছবি দেখে মর্মাহত গুতেরেস

  • আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার টুইটার বার্তায় তিনি বলেন, ‘বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি গভীর মর্মাহত’।
তিনি আরও বলেন এ ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, কার্যকর জবাবদিহিতার দিকে পরিচালিত করবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া, এমন সম্ভাবনা উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা স্পষ্টভাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সেইসঙ্গে সব মরদেহ তুলে ও শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা উচিত। এতে হত্যাকা-ের জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিতে সঠিক কারণ বের করা যায়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের যোদ্ধারা। সেনারা প্রবেশের সময় পথে পথে মরদেহ এবং গণকবরের সন্ধান পেয়েছে। রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি শহরতলী থেকে ৪১০ বেসামরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। রবিবার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০টি মরদেহ পরীক্ষা করেছেন। এমন ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাদিহির আওতায় আনার দাবি তুলেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুচায় নিহত বেসামরিকদের ছবি দেখে মর্মাহত গুতেরেস

আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার টুইটার বার্তায় তিনি বলেন, ‘বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি গভীর মর্মাহত’।
তিনি আরও বলেন এ ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, কার্যকর জবাবদিহিতার দিকে পরিচালিত করবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া, এমন সম্ভাবনা উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা স্পষ্টভাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সেইসঙ্গে সব মরদেহ তুলে ও শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা উচিত। এতে হত্যাকা-ের জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিতে সঠিক কারণ বের করা যায়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের যোদ্ধারা। সেনারা প্রবেশের সময় পথে পথে মরদেহ এবং গণকবরের সন্ধান পেয়েছে। রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি শহরতলী থেকে ৪১০ বেসামরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। রবিবার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০টি মরদেহ পরীক্ষা করেছেন। এমন ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাদিহির আওতায় আনার দাবি তুলেছেন।