ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

  • আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অসুস্থ মিঠুন চক্রবর্তীকে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের এমআরআই করা হয়েছে। আপাতত তাকে নজরে রেখেছেন চিকিৎসকরা। জানা যায়, এদিন সকালেও তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ সময় বুক ব্যথায় বসে পড়েন তিনি। পরে এক মুহূর্ত দেরি না করে সোহমই তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে আইসিইউ কেবিনের ১২৮ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে, তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন। যদিও হাসপাতালের তরফে এখনো কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার হাইকোর্টে জামিন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: অসুস্থ মিঠুন চক্রবর্তীকে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের এমআরআই করা হয়েছে। আপাতত তাকে নজরে রেখেছেন চিকিৎসকরা। জানা যায়, এদিন সকালেও তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ সময় বুক ব্যথায় বসে পড়েন তিনি। পরে এক মুহূর্ত দেরি না করে সোহমই তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে আইসিইউ কেবিনের ১২৮ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে, তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন। যদিও হাসপাতালের তরফে এখনো কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।