ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা, স্মারকগ্রন্থ

  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত-এর চতুর্থ মৃত্যুবার্র্ষিকী ছিল গতকাল ৩০ মে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকাল ৩টায় উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারকগ্রস্থ মোড়ক উন্মোচন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি এবং চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক হাসেম খান বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ ইমামুল কবীর শান্ত’র বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১ মিনিট নীরবতা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার ড. পাড় মশিয়ূর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এ বরকতুল্লাহ বাবুও মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই দেশের মানুষের কর্মমুখী শিক্ষার নিশ্চয়তা তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্তনিবাস নামক শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ সমাজসেবা ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা, স্মারকগ্রন্থ

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত-এর চতুর্থ মৃত্যুবার্র্ষিকী ছিল গতকাল ৩০ মে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকাল ৩টায় উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারকগ্রস্থ মোড়ক উন্মোচন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি এবং চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক হাসেম খান বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ ইমামুল কবীর শান্ত’র বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১ মিনিট নীরবতা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার ড. পাড় মশিয়ূর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এ বরকতুল্লাহ বাবুও মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই দেশের মানুষের কর্মমুখী শিক্ষার নিশ্চয়তা তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্তনিবাস নামক শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ সমাজসেবা ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান।