অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে এসেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দ্য পেনিনসুলা চিটাগাং ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার কোম্পানির শেয়ারের লেনদনে ২৭.৪০ টাকায় শুরু হয়েছে।