ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিয়ের বাস নদীতে পড়ে কেনিয়ায় ২৩ প্রাণহানি

  • আপডেট সময় : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস সেতু থেকে উল্টে নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই শহরের গভর্নর চ্যারিটি নিলু সাংবাদিকদের বলেন, সকালে এখানে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৩টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসে আরও মরদেহ রয়েছে। রোববার সকালে মরদেহ উদ্ধার কাজ আবার শুরু হবে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন গভর্নর নিলু। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেড ক্রসের কর্মীদের সঙ্গে তাঁকে দেখা যায়। উদ্ধার ও তল্লাশির জন্য সম্ভব সবকিছু করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ৪ শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুইংগি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্যরা তাঁদের পুরুষ সহকর্মীর বিয়েতে যোগ দিতে যাওয়ার সময় কেনিয়ার কিতুই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে পানি প্রবাহিত হচ্ছিল। চালক তা দ্রুত পেরোনোর চেষ্টা করেন। কিন্তু স্রোত ছিল খুব শক্তিশালী। এতে বাসটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক জানিয়েছেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে এখন। এসব কথা জানিয়ে তিনি চালকদের সড়কে আরও সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। এই সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন কেনিয়ার সরকারি কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিয়ের বাস নদীতে পড়ে কেনিয়ায় ২৩ প্রাণহানি

আপডেট সময় : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস সেতু থেকে উল্টে নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই শহরের গভর্নর চ্যারিটি নিলু সাংবাদিকদের বলেন, সকালে এখানে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৩টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসে আরও মরদেহ রয়েছে। রোববার সকালে মরদেহ উদ্ধার কাজ আবার শুরু হবে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন গভর্নর নিলু। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেড ক্রসের কর্মীদের সঙ্গে তাঁকে দেখা যায়। উদ্ধার ও তল্লাশির জন্য সম্ভব সবকিছু করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ৪ শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুইংগি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্যরা তাঁদের পুরুষ সহকর্মীর বিয়েতে যোগ দিতে যাওয়ার সময় কেনিয়ার কিতুই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে পানি প্রবাহিত হচ্ছিল। চালক তা দ্রুত পেরোনোর চেষ্টা করেন। কিন্তু স্রোত ছিল খুব শক্তিশালী। এতে বাসটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক জানিয়েছেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে এখন। এসব কথা জানিয়ে তিনি চালকদের সড়কে আরও সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। এই সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন কেনিয়ার সরকারি কর্মকর্তারা।