ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বিয়েতে আর বিশ্বাস রাখি না : শ্বেতা

  • আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি। ব্যক্তি জীবনে দুইবার বিয়ে হয়েছে এই অভিনেত্রীর। কিন্তু একটি সংসারও স্থায়ী হয়নি তার। তবে দুই সন্তানের জননী শ্বেতা মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে আগলে রেখেছেন। পেশাগত জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনটা এলোমেলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে সিঙ্গেল মাদার শ্বেতা। এই যাত্রাটা কেমন তার কাছে? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘সত্যি বলতে এইটা দুদিকে ধারালো তলোয়ারের মতো। দুটি ব্যর্থ বিয়ের জন্য অনেকেই আমার সমালোচনা করেন। অনেকেই আছেন, যারা তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ তারকাদের বেশি দোষ দেয়।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘সমর্থনের মতো জায়গা বলতে, আমি কখনই কাজ বন্ধ করিনি এবং আমি আর্থিকভাবে স্বাধীন। আমার নিজের যতœ নেওয়ার জন্য টাকা আছে এবং বেঁচে থাকার জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে যেতে হবে না। আমি স্বাধীন বলেই আমার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি একজন কর্মঠ নারী।’ শ্বেতা স্পষ্ট ভাষায় জানান, ‘সত্যি বলতে আমি আমার প্রথম সংসার বাঁচানোর চেষ্টা করেছি। কারণ আমার বেড়ে ওঠার শিক্ষাটা তেমনই ছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই সময়টা নষ্ট করিনি। আমি বুঝতে পেরেছিলাম, যতটা তিক্ত হওয়ার হয়ে গিয়েছে, যতই বাঁচানোর চেষ্টা করি না কেন।’ একই সঙ্গে অভিনেত্রী যোগ করে বলেন, ‘বিয়ে নামক প্রতিষ্ঠানে আর বিশ্বাস রাখিনা আমি।’ ক্যারিয়ারের শুরুর দিকে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্বেতা। বিয়ের এক বছর পর তাদের ঘর আলো করে আসে মেয়ে পলক। ২০০৭ সালে নির্যাতনের অভিযোগ তুলে রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্বেতার। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়েও ভেঙে যায় তার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিয়েতে আর বিশ্বাস রাখি না : শ্বেতা

আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি। ব্যক্তি জীবনে দুইবার বিয়ে হয়েছে এই অভিনেত্রীর। কিন্তু একটি সংসারও স্থায়ী হয়নি তার। তবে দুই সন্তানের জননী শ্বেতা মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে আগলে রেখেছেন। পেশাগত জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনটা এলোমেলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে সিঙ্গেল মাদার শ্বেতা। এই যাত্রাটা কেমন তার কাছে? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘সত্যি বলতে এইটা দুদিকে ধারালো তলোয়ারের মতো। দুটি ব্যর্থ বিয়ের জন্য অনেকেই আমার সমালোচনা করেন। অনেকেই আছেন, যারা তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ তারকাদের বেশি দোষ দেয়।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘সমর্থনের মতো জায়গা বলতে, আমি কখনই কাজ বন্ধ করিনি এবং আমি আর্থিকভাবে স্বাধীন। আমার নিজের যতœ নেওয়ার জন্য টাকা আছে এবং বেঁচে থাকার জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে যেতে হবে না। আমি স্বাধীন বলেই আমার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি একজন কর্মঠ নারী।’ শ্বেতা স্পষ্ট ভাষায় জানান, ‘সত্যি বলতে আমি আমার প্রথম সংসার বাঁচানোর চেষ্টা করেছি। কারণ আমার বেড়ে ওঠার শিক্ষাটা তেমনই ছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই সময়টা নষ্ট করিনি। আমি বুঝতে পেরেছিলাম, যতটা তিক্ত হওয়ার হয়ে গিয়েছে, যতই বাঁচানোর চেষ্টা করি না কেন।’ একই সঙ্গে অভিনেত্রী যোগ করে বলেন, ‘বিয়ে নামক প্রতিষ্ঠানে আর বিশ্বাস রাখিনা আমি।’ ক্যারিয়ারের শুরুর দিকে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্বেতা। বিয়ের এক বছর পর তাদের ঘর আলো করে আসে মেয়ে পলক। ২০০৭ সালে নির্যাতনের অভিযোগ তুলে রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্বেতার। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়েও ভেঙে যায় তার।