শাহনেওয়াজ কবির ইমন
শত উচ্চারিত শব্দের ব্যঞ্জনায়
বর্ণিত হয় শত গল্প, অবলীলায়।
শুধু নিরুচ্চারিত আমি তন্দ্রায়
প্রজ্বলিত দহনে, অপূর্ণ তৃষ্ণায়।
তীব্র কোলাহলে পদদলিত শব্দ
নীরবে বিলীন হয়, চিরতরে স্তব্ধ।
তবুও তার রেশ হয় প্রতিধ্বনিত
হৃদয়ের গভীরে হয় চির আবদ্ধ।
হাজারো মানুষের মিলনমেলায়,
তুমি নিমজ্জিত হও প্রগলভতায়।
একাকী নিমগ্ন আমি নিস্তব্ধতায়,
মিষ্টি কথোপকথনের বিহ্বলতায়।
শত প্রস্ফুটিত গোলাপের সুগন্ধ
চারিদিক ভরে যায়, হয় সুরভিত।
প্রিয়তম তনুর গন্ধ তখন বিদগ্ধ
অনুভূত হয়; তবু আবেশে নিবদ্ধ।
বাগিচায় লালিত শত ফুলের মুগ্ধতা
বাড়িয়ে দেয় পুরোনো ফুলের তিক্ততা।
কখন যে হারায় সে আপন স্নিগ্ধতা,
নীরবে ঝরে পড়ে নীল অপরাজিতা।
হাজারো সুরের মূর্ছনায় হৃদয়ে দ্বন্দ্ব
হয় না কখনো, চেতনায় সতত মুগ্ধ।
চেনা সুর বেজে চলে ঘর হলে বন্ধ;
সুশীতল বাতাসে হৃদয় পোড়া গন্ধ।
প্রতীক্ষিত জীবনে যপে আশার মন্ত্র;
বিয়োগ বেদনায় অস্থির সময়ের যন্ত্র।
গূঢ় বিশ্বাস বাঁচিয়ে রাখে হৃদয় তরঙ্গ,
স্বপ্নিল জালে জড়ানো বিস্মৃত বিহঙ্গ।
আজকের প্রত্যাশা/কেএমএএ