ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বিস্ফোরণে মৃত্যুর দায় স্বীকার করলেন রাজউক পরিচালক

  • আপডেট সময় : ০২:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর দায় রাজউকের ওপর পড়ে বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম। গতকাল বুধবার সিদ্দিকবাজারে বিস্ফোরণ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মগবাজার বিস্ফোরণ, সায়েন্সল্যাব এবং সব শেষ সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজউকের দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হামিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর দায় রাজউকের ওপর একটু তো যাবেই এটা স্বাভাবিক।’
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ৪৫ বছর আগের পুরোনো বলে জানান তিনি। তবে সরকারি ছুটির দিন থাকায় এখনো ভবনের কাগজপত্র খুঁজে পায়নি রাজউক।
কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী: রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। এখানে মূল দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস। তাদের সহায়তা করছে পুলিশ ও র‌্যাব। তিনি বলেন, বিস্ফোরণের কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো কেন এই বিস্ফোরণ ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে কিংবা ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কেউ যেন এ ধরনের ভবন নির্মাণ না করেন। সবকিছু মেনে ভবন নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা কমে যেত।
বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব: রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিস্ফোরণে মৃত্যুর দায় স্বীকার করলেন রাজউক পরিচালক

আপডেট সময় : ০২:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর দায় রাজউকের ওপর পড়ে বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম। গতকাল বুধবার সিদ্দিকবাজারে বিস্ফোরণ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মগবাজার বিস্ফোরণ, সায়েন্সল্যাব এবং সব শেষ সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজউকের দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হামিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর দায় রাজউকের ওপর একটু তো যাবেই এটা স্বাভাবিক।’
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ৪৫ বছর আগের পুরোনো বলে জানান তিনি। তবে সরকারি ছুটির দিন থাকায় এখনো ভবনের কাগজপত্র খুঁজে পায়নি রাজউক।
কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী: রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। এখানে মূল দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস। তাদের সহায়তা করছে পুলিশ ও র‌্যাব। তিনি বলেন, বিস্ফোরণের কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো কেন এই বিস্ফোরণ ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে কিংবা ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কেউ যেন এ ধরনের ভবন নির্মাণ না করেন। সবকিছু মেনে ভবন নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা কমে যেত।
বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব: রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‌্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।