ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বিসিবি চাইলে অধিনায়ক হবেন তাসকিন

  • আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে এই সিরিজের আগে আলোচনায় ছিল শান্তর নেতৃত্বে না থাকা নিয়ে। যদিও শান্তকে লম্বা সময় দেখা যাবে অধিনায়কের পদে সেই সম্ভাবনাও এখন ক্ষীণ। ওয়ানডে এবং টেস্ট দলের জন্য একই অধিনায়ক রেখে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভিন্ন অধিনায়ক আনার গুঞ্জন রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়কের আলোচনায় আছেন তাসকিন আহমেদো। আফগান সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে এই পেসার মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই তাসকিনকে দেখে ঝরলো অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন। অধিনায়ক হওয়ার প্রশ্নে বিমানবন্দরে শনিবার (২ নভেম্বর) তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’ এরপরেই তাসকিনকে ফিরতে হলো আসন্ন সিরিজ নিয়ে প্রশ্নে। কথা বলার সময় তাসকিন জানালেন আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে। সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’ এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিসিবি চাইলে অধিনায়ক হবেন তাসকিন

আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে এই সিরিজের আগে আলোচনায় ছিল শান্তর নেতৃত্বে না থাকা নিয়ে। যদিও শান্তকে লম্বা সময় দেখা যাবে অধিনায়কের পদে সেই সম্ভাবনাও এখন ক্ষীণ। ওয়ানডে এবং টেস্ট দলের জন্য একই অধিনায়ক রেখে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভিন্ন অধিনায়ক আনার গুঞ্জন রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়কের আলোচনায় আছেন তাসকিন আহমেদো। আফগান সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে এই পেসার মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই তাসকিনকে দেখে ঝরলো অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন। অধিনায়ক হওয়ার প্রশ্নে বিমানবন্দরে শনিবার (২ নভেম্বর) তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’ এরপরেই তাসকিনকে ফিরতে হলো আসন্ন সিরিজ নিয়ে প্রশ্নে। কথা বলার সময় তাসকিন জানালেন আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে। সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’ এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’