ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিসিক ভবনে শরৎ উদ্যোক্তা হাট

  • আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্য বিপণনের জন্য রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। গতকাল রোববার দুপুরে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এই হাটের উদ্বোধন করেন। বিসিক বিপণন বিভাগ ও পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ হাটের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম। এসময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উদ্যোক্তা হাটে ৭১টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্থান পেয়েছে। উদ্যোক্তা হাট থেকে ক্রেতা সাধারণরা কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদার গুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। ৩ অক্টোবর শুরু হয়ে এ হাট চলবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই হাট সবার জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিসিক ভবনে শরৎ উদ্যোক্তা হাট

আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্য বিপণনের জন্য রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। গতকাল রোববার দুপুরে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এই হাটের উদ্বোধন করেন। বিসিক বিপণন বিভাগ ও পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ হাটের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম। এসময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উদ্যোক্তা হাটে ৭১টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্থান পেয়েছে। উদ্যোক্তা হাট থেকে ক্রেতা সাধারণরা কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদার গুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। ৩ অক্টোবর শুরু হয়ে এ হাট চলবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই হাট সবার জন্য উন্মুক্ত থাকবে।