ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বিষ প্রয়োগের খবর তথ্যযুদ্ধের অংশ: ক্রেমলিন

  • আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি আলোচনার সময় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর সন্দেহভাজন বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার দাবি তথ্যযুদ্ধের অংশ হিসেবে এই খবর ছড়ানো হয়েছে। এই মাসের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের ওপর বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, এই মাসের শুরুতে এক বৈঠকের পর সন্দেহজনক বিষ প্রয়োগে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আক্রান্ত হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনায় রোমান ইব্রামোভিচকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে ক্রেমলিন জানিয়েছে, তিনি রুশ প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সদস্য নন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিষ প্রয়োগের খবর তথ্যযুদ্ধের অংশ: ক্রেমলিন

আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি আলোচনার সময় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর সন্দেহভাজন বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার দাবি তথ্যযুদ্ধের অংশ হিসেবে এই খবর ছড়ানো হয়েছে। এই মাসের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের ওপর বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, এই মাসের শুরুতে এক বৈঠকের পর সন্দেহজনক বিষ প্রয়োগে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আক্রান্ত হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনায় রোমান ইব্রামোভিচকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে ক্রেমলিন জানিয়েছে, তিনি রুশ প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সদস্য নন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে। সূত্র: বিবিসি