আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে গত ২০ বছরে মাধ্যমিক পাস কোনো শিক্ষার্থী নেই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, পাক্তিকা প্রদেশের পাঁচটি জেলায় আধুনিক শিক্ষার সুযোগের অভাবে কোনো শিক্ষার্থী মাধ্যমিক পাস করতে পারেনি। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাক্তিকা প্রদেশ অবস্থিত। গত ২০ বছর যাবত আন্তর্জাতিক সংস্থা দেশটিতে মানবিক সহায়তা হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। তাস্বত্ত্বেও, পাক্তিকা প্রদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন,‘আমাদের জেলায় কোনো বিদ্যালয় তৈরি করা হয়নি। পড়াশোনার জন্য তরুণরা অন্য জেলায় চলে যায়।’
বারমাল প্রদেশের মোহাম্মদ দাদ নামে আরেক বাসিন্দা বলেন,‘‘তালেবান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের শুরুর পর থেকে এখানে কোনো বিদ্যালয় তৈরি হয়নি। দ্য ইসলামিক এমিরেট (তালেবান) সরকারের উচিত এ জেলায় একটি বিদ্যালয় তৈরি করা। পাক্তিকা প্রদেশে কোনো বিদ্যালয় না থাকায় স্থানীয় তরুণরা অন্য প্রদেশে পড়াশোনার উদ্দেশ্যে চলে যায়। অধিকাংশ তরুণ পড়াশোনা শেষ করে সেখানেই বসবাস করে। প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ও বিদ্যালয় তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে। দেশটির শিক্ষা বিভাগের প্রধান বলেন,‘‘বর্তমানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেসব অঞ্চলে শিক্ষার সুযোগের অভাব, সেখানে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করা।’’
বিশ বছরে মাধ্যমিক পাসশূন্য আফগানিস্তানের পাক্তিকা প্রদেশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ