ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বিশ্রামে শাহীন, তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে আব্বাস

  • আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরে তিন ফরম্যাটেই রয়েছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টেই বাদ পড়েছিলেন তিনি। শাহীন শাহ আফ্রিদি অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন। ইংল্যান্ড টেস্টে জায়গা না পাওয়া নাসিম শাহও ফিরেছেন টেস্টের দলে। সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর।
দল ঘোষণায় চমকও রেখেছে পাকিস্তান। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। তার সর্বশেষ টেস্ট ছিল ২০২১ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন পর্যন্ত দলের হয়ে ২৫টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৯০টি উইকেট। টেস্ট স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলী। বিস্ময়করভাবে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত নৈপুণ্যের পরও বাদ পড়েছেন স্পিনার সাজিদ খান। যার ব্যাখ্যা দিয়েছেন সাদা বলে পাকিস্তানের কোচ আকিব জাভেদ, ‘ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও সাজিদকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। বিশেষ করে সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে পেস বান্ধব উইকেট বিবেচনায় নিয়েই আমরা আব্বাসকে দলে নিয়েছি।’ তিন ফরম্যাটেই বাবর আজমের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আলী আগা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।
টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), উসমান খান, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহাঁদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্রামে শাহীন, তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে আব্বাস

আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরে তিন ফরম্যাটেই রয়েছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টেই বাদ পড়েছিলেন তিনি। শাহীন শাহ আফ্রিদি অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন। ইংল্যান্ড টেস্টে জায়গা না পাওয়া নাসিম শাহও ফিরেছেন টেস্টের দলে। সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর।
দল ঘোষণায় চমকও রেখেছে পাকিস্তান। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। তার সর্বশেষ টেস্ট ছিল ২০২১ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন পর্যন্ত দলের হয়ে ২৫টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৯০টি উইকেট। টেস্ট স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলী। বিস্ময়করভাবে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত নৈপুণ্যের পরও বাদ পড়েছেন স্পিনার সাজিদ খান। যার ব্যাখ্যা দিয়েছেন সাদা বলে পাকিস্তানের কোচ আকিব জাভেদ, ‘ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও সাজিদকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। বিশেষ করে সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে পেস বান্ধব উইকেট বিবেচনায় নিয়েই আমরা আব্বাসকে দলে নিয়েছি।’ তিন ফরম্যাটেই বাবর আজমের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আলী আগা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।
টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), উসমান খান, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহাঁদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

আজকের প্রত্যাশা/কেএমএএ