ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বিশ্ব শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে

The flag of Bangladesh pinned on the map. Horizontal orientation. Macro photography.

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব শান্তি সূচকে (গ্লোবাল পিস ইনডেক্স) সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর তালিকায় ৯৭তম অবস্থানে থাকা বাংলাদেশ চলতি বছরে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে ৯১তম স্থানে উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত তালিকায় এই তথ্য জানানো হয়েছে। প্রতি বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখ-ের শান্তি সূচক তৈরি করে সংস্থাটি। নিরাপত্তা ও সুরক্ষা, বিদ্যমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।
শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তৃতীয় অবস্থানে রয়েছে। এই অঞ্চলের দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভুটান এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল।
গত বছর বিশ্ব শান্তি সূচকে শ্রীলঙ্কা ছিল ৯১তম স্থানে। তবে সূচক নির্ধারণী মানগুলির অবনমন ঘটায় দেশটি এবার বৈশ্বিক তালিকায় ৯৫ এবং আঞ্চলিক তালিকায় চতুর্থ অবস্থানে নেমে এসেছে। গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে ভারতের। এবারের সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম। তবে এই অঞ্চলে শান্তি সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পাকিস্তানের। গত বছরের তুলনায় দেশটি দুই ধাপ এগিয়ে ১৫০তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্ব শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব শান্তি সূচকে (গ্লোবাল পিস ইনডেক্স) সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর তালিকায় ৯৭তম অবস্থানে থাকা বাংলাদেশ চলতি বছরে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে ৯১তম স্থানে উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত তালিকায় এই তথ্য জানানো হয়েছে। প্রতি বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখ-ের শান্তি সূচক তৈরি করে সংস্থাটি। নিরাপত্তা ও সুরক্ষা, বিদ্যমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।
শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তৃতীয় অবস্থানে রয়েছে। এই অঞ্চলের দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভুটান এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল।
গত বছর বিশ্ব শান্তি সূচকে শ্রীলঙ্কা ছিল ৯১তম স্থানে। তবে সূচক নির্ধারণী মানগুলির অবনমন ঘটায় দেশটি এবার বৈশ্বিক তালিকায় ৯৫ এবং আঞ্চলিক তালিকায় চতুর্থ অবস্থানে নেমে এসেছে। গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে ভারতের। এবারের সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম। তবে এই অঞ্চলে শান্তি সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পাকিস্তানের। গত বছরের তুলনায় দেশটি দুই ধাপ এগিয়ে ১৫০তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।