নিজস্ব প্রতিবেদক : বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কারী ও তাদের বৈশ্বিক মান নিরুপণকারী প্রতিষ্ঠান ওঙঝঈঙ ৪-১০ অক্টোবর বিশ্বের সকল সাধারণ বিনিয়োগকারীগণের জন্য ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২১’ কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আজ সোমবার (০৪ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিকাল ৪টায় বিএসইসির আগারগাঁও নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনীতে ‘জড়ষব ড়ভ ঝঁংঃধরহধনষব ঋরহধহপব ধহফ ঋৎধঁফ্ ঝপধস চৎবাবহঃরড়হ রহ ঢ়ৎড়ঃবপঃরহম ঃযব রহঃবৎবংঃ ড়ভ ঃযব ওহাবংঃড়ৎং ধহফ ওহাবংঃড়ৎং ধধিৎবহবংং’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএসইসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এছাড়াও কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানের সভাপতির হিসেবে বক্তব্য রাখবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।