ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

  • আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সাউদাম্পটনে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার জন্য লড়বে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে প্রথমবারের মত অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে ১৬ লাখ মলিয়ন মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ডও দেয়া হবে।
পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ঐ বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল। আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন ভাগ করে দন্ড নিজেদের কাছে রাখবে দুই ফাইনালিষ্ট ভারত ও নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছে আইসিসি। আইসিসি আরো জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দলের জন্য প্রাইজমানি সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল পাবে সাড়ে ৩ লাখ ও ৫ নম্বরে থাকা দলের থাকছে ২ লাখ ডলার প্রাইজমানি। এছাড়া ষষ্ঠ থেকে নবম দল পাবে ১ লাখ ডলার করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। চতুর্থস্থানে রয়েছে ইংল্যান্ড। পঞ্চমস্থানে আছে পাকিস্তান। টেবিলের শেষ চার দল, ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাংলাদেশ। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকা বাংলাদেশ পাবে ১ লাখ ডলার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

আপডেট সময় : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : সাউদাম্পটনে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার জন্য লড়বে ভারত ও নিউজিল্যান্ড। তার আগে প্রথমবারের মত অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে ১৬ লাখ মলিয়ন মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ডও দেয়া হবে।
পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ঐ বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল। আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন ভাগ করে দন্ড নিজেদের কাছে রাখবে দুই ফাইনালিষ্ট ভারত ও নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছে আইসিসি। আইসিসি আরো জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দলের জন্য প্রাইজমানি সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল পাবে সাড়ে ৩ লাখ ও ৫ নম্বরে থাকা দলের থাকছে ২ লাখ ডলার প্রাইজমানি। এছাড়া ষষ্ঠ থেকে নবম দল পাবে ১ লাখ ডলার করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। চতুর্থস্থানে রয়েছে ইংল্যান্ড। পঞ্চমস্থানে আছে পাকিস্তান। টেবিলের শেষ চার দল, ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাংলাদেশ। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকা বাংলাদেশ পাবে ১ লাখ ডলার।