গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চলাচল বন্ধ হবে না। সারাক্ষণই যান চলাচল করবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের স্থাপন করা কন্টোল রুমে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাজমুল করিম খান বলেন, এবারের ইজতেমা আমরা সারাক্ষণই যান চলাচল চালু রাখতে চাই।
বিআরটি লাইনে তো অবশ্যই যান চলাচল থাকবে, নিচ দিয়েও আমরা যান চলাচল স্বাভাবিক থাকবে। যারা এখানে ডিউটি করতে এসেছে আমরা তাদের কাছে অনুরোধ রেখেছি রাস্তায় কোনো লোক দাঁড়াবে না। বসা তো দূরের কথা, রাস্তায় উঠা মানে চলতে থাকবে। যদি রাস্তায় উঠা মানে চলতে থাকে, যানও চলতে থাকে, লোকও চলতে থাকে, রাস্তায় কখনো যানজট হওয়ার সম্ভবনা থাকে না। সেই রাস্তা যদি চলতে থাকে, যান যদি চলতে থাকে, মানুষ যদি চলতে থাকে তাহলে হকারও বসার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য যারা ডিউটি করবে এবং ইজতেমা মাঠে যারা সিকিউরিটি/স্বেচ্ছাসেবক আছে তাদেরকেও আমি অনুরোধ করব, রাস্তায় যখন মানুষ আসবে তারা হাঁটতে থাকবে অথবা চলতে থাকবে। কেউ দাঁড়াবে না, বসবে না। ইজতেমায় অংশ নিতে যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি চারটি স্থানে রাখার অনুরোধ জানিয়েছেন এই পুলিশ কমিশনার। তিনি বলেন, যারা গাড়ি নিয়ে ইজতেমায় অংশ নিতে আসবেন তাদের আমরা চারটি স্থানে গাড়ি রাখার অনুরোধ জানিয়েছি। একটি হলো ডেসটিনি মাঠ, একটি হলো টিঅ্যান্ডটি মাঠ, পুবাইল উচ্চ বিদ্যালয় মাঠ ও ভাওয়াল বদলে আলম কলেজ মাঠ। যাত্রীদের এখানে নামিয়ে দেওয়ার পরে আপনাদের গাড়িগুলো ওই সকল মাঠে নিয়ে রাখবেন এবং ইজতেমা শেষে আপনারা ওই মাঠ থেকে গিয়ে উঠবেন।
এখানে গাড়ি আনার চেষ্টা করবেন না, গাড়ি আনলে যানজট তৈরি হবে, আপনাদের অসুবিধা হবে, আপনারাই বিশৃঙ্খলার মধ্যে পড়বেন। তাই বিশৃঙ্খলা এড়ানোর জন্য, জনজীবনকে স্বস্তি দেওয়ার জন্য আপনারা যেখানে গাড়ি রেখেছেন সেখান থেকে যদি আপনার যাত্রীগণ গাড়িতে উঠে তাহলে জনগণ স্বস্তি পাবে এবং ইজতেমাটি সুন্দরভাবে সম্পন্ন করা যাবে।