ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বে শনাক্ত ২১ কোটি ৬৩ লাখ ছাড়াল

  • আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৫ লাখের বেশির মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৬৩ লাখের উপরে। সোমবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৫ লাখ ২৯১ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫২৫ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৭ হাজার ৮৩০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন দুই কোটি সাত লাখ ৪১ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৩০৮ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ২৫৮ ডোজ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বে শনাক্ত ২১ কোটি ৬৩ লাখ ছাড়াল

আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৫ লাখের বেশির মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৬৩ লাখের উপরে। সোমবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৫ লাখ ২৯১ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫২৫ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৭ হাজার ৮৩০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন দুই কোটি সাত লাখ ৪১ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৩০৮ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ২৫৮ ডোজ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।