প্রত্যাশা ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৩৬ লাখের উপরে।
গতকাল শুক্রবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ৪১৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৭ লাখ ৮১ হাজার ৮৫৭ জন। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ৮৩২ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ৯৬ হাজার ৭৪৯ জন। এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৬২২ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৪৩৮ ডোজ।
বিশ্বে মৃত্যু ৪৭ লাখ ৮১ হাজার ছাড়াল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ