ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

  • আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

রোববার সকাল ৮টা ২ মিনিটে ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৭, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৫০ মিনিটেও ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৫৮।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১০২।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫৭ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে চেংডুর বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এসি/আপ্র/১১/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

রোববার সকাল ৮টা ২ মিনিটে ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৭, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৫০ মিনিটেও ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৫৮।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১০২।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫৭ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে চেংডুর বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এসি/আপ্র/১১/০১/২০২৬