স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : বিবাহিত দম্পতিদের সন্তান না হওয়ার বিড়ম্বনা সব সমাজেই বিদ্যমান। সম্প্রতি এ সমস্যা বড় আকার ধারণ করছে। তবে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটি বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে বন্ধ্যত্বের সমস্যা বাড়ছে। বিশ্বের প্রতি ছয় দম্পতির মধ্যে এক জোড়া সন্তানহীন। এই সমস্যা সমাধানে আরও তৎপর হতে প্রতিটি দেশকেই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলছে, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭.৫ শতাংশ মানুষ সন্তানধারণে সক্ষম হননি। এ বিষয়ে স্বাস্থ্য সংস্থার সচিব টেড্রস আধানোম গেব্রেইয়েসুস বলেন, স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা এবং স্বাস্থ্যনীতিতে বন্ধ্যত্বের সমস্যা নিয়ে আরও বেশি আলোচনা প্রয়োজন। ‘হু’-এর মতে, বন্ধ্যাত্ব একটি রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এ সমস্যার সম্মুখীন হতে পারেন।