ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বিশ্বে নতুন মৃত্যু সাড়ে ৯ হাজার, বেড়েছে শনাক্তের হার

  • আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্তের হার দুটিই বেড়েছে। বিশ্বে এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। যার ফলে মোট মৃত্যু ৪৬ লাখ ছাড়িয়েছে। একই সময়ে সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে মারা গেছেন প্রায় ৪৬ লাখ ৯ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ২২ কোটি ৩৪ লাখ।
গতকাল বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১ হাজার ৩৫৬ জন। আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৮৪ হাজার।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৬ জন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭১ হাজার ১৫১ জন মারা গেছেন।
বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৭১ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৮৪ জন। এছাড়া করোনার শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৯ হাজার ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৪১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বে নতুন মৃত্যু সাড়ে ৯ হাজার, বেড়েছে শনাক্তের হার

আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্তের হার দুটিই বেড়েছে। বিশ্বে এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। যার ফলে মোট মৃত্যু ৪৬ লাখ ছাড়িয়েছে। একই সময়ে সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে মারা গেছেন প্রায় ৪৬ লাখ ৯ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ২২ কোটি ৩৪ লাখ।
গতকাল বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১ হাজার ৩৫৬ জন। আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৮৪ হাজার।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৬ জন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭১ হাজার ১৫১ জন মারা গেছেন।
বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৭১ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৮৪ জন। এছাড়া করোনার শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৯ হাজার ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৪১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।