ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বিশ্বে খাদ্য সংকটের জন্য একমাত্র দায়ী রাশিয়া: ইইউ প্রধান

  • আপডেট সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভায় রাশিয়াকে বিশ্বে খাদ্য সংকট তৈরির জন্য দায়ী করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিচেল। অন্যদিকে এ দাবিকে নিজ দেশের বিরুদ্ধে ‘অপপ্রচার’ হিসেবে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। বিবিসি জানায়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এক সভায় চলমান ইউক্রেন সংকট নিয়ে চার্লস মিচেল বক্তব্য প্রদান করেন।
সভায় রাশিয়াকে উদ্দেশ্য করে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেন, উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ‘চুরির মিসাইল’ ছুঁড়ছে। পাশাপাশি সেসব দেশগুলোর মানুষদের দরিদ্র হওয়ার জন্য বাধ্য করছে। নিউ ইয়র্কে অবস্থিত নিরাপত্তা কাউন্সিলের সভায় জনাব মিচেল বলেন, ‘জনাব রাশিয়া ফেডারেশনের দূত, সত্যবাদী হন, উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে খাদ্য সরবরাহকে চুরির মিসাইল হিসেবে আপনারা ব্যবহার করছেন।’ ‘‘বিশ্বে খাদ্য সংকটের জন্য একমাত্র দায়ী হচ্ছে রাশিয়া।’’ তিনি আরো দাবি করেন, ইউক্রেনের উদিশা বন্দরে কয়েক মিলিয়ন টন খাদ্যশস্য আটকে থাকতে দেখেছেন। কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর অবরোধের কারণে ইউক্রেনের জাহাজগুলো খাদ্যসশস্য নিয়ে বন্দরে আটকে আছে। এছাড়া, মিচেল অভিযোগ করেন, সামরিক অভিযানের জন্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য রোপণ ও উৎপাদনে বাধা দিচ্ছে রাশিয়া। পাশাপাশি আর্থিক লাভের জন্য সেখান থেকে খাবারও চুরি করছে তারা। এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ‘অপপ্রচার’ চালাচ্ছেন অভিযোগ করে সভা ছেড়ে চলে যান রুশ দূত।
সভা ছেড়ে চলে যাওয়ার সময় রুশ রাষ্ট্রদূকে লক্ষ্য করে মিচেল বলেন, ‘আপনি কক্ষ ছেড়ে চলে যেতে পারেন, হয়ত সত্য শোনা সহজ না।’ পরে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে জনাব রুশ রাষ্ট্রদূত বলেন, ‘‘চার্লস যেসব মিথ্যা প্রচার করছেন, তাতে তিনি বসে থাকতে পারেননি।’’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বে খাদ্য সংকটের জন্য একমাত্র দায়ী রাশিয়া: ইইউ প্রধান

আপডেট সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভায় রাশিয়াকে বিশ্বে খাদ্য সংকট তৈরির জন্য দায়ী করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিচেল। অন্যদিকে এ দাবিকে নিজ দেশের বিরুদ্ধে ‘অপপ্রচার’ হিসেবে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। বিবিসি জানায়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এক সভায় চলমান ইউক্রেন সংকট নিয়ে চার্লস মিচেল বক্তব্য প্রদান করেন।
সভায় রাশিয়াকে উদ্দেশ্য করে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেন, উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ‘চুরির মিসাইল’ ছুঁড়ছে। পাশাপাশি সেসব দেশগুলোর মানুষদের দরিদ্র হওয়ার জন্য বাধ্য করছে। নিউ ইয়র্কে অবস্থিত নিরাপত্তা কাউন্সিলের সভায় জনাব মিচেল বলেন, ‘জনাব রাশিয়া ফেডারেশনের দূত, সত্যবাদী হন, উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে খাদ্য সরবরাহকে চুরির মিসাইল হিসেবে আপনারা ব্যবহার করছেন।’ ‘‘বিশ্বে খাদ্য সংকটের জন্য একমাত্র দায়ী হচ্ছে রাশিয়া।’’ তিনি আরো দাবি করেন, ইউক্রেনের উদিশা বন্দরে কয়েক মিলিয়ন টন খাদ্যশস্য আটকে থাকতে দেখেছেন। কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর অবরোধের কারণে ইউক্রেনের জাহাজগুলো খাদ্যসশস্য নিয়ে বন্দরে আটকে আছে। এছাড়া, মিচেল অভিযোগ করেন, সামরিক অভিযানের জন্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে খাদ্য শস্য রোপণ ও উৎপাদনে বাধা দিচ্ছে রাশিয়া। পাশাপাশি আর্থিক লাভের জন্য সেখান থেকে খাবারও চুরি করছে তারা। এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ‘অপপ্রচার’ চালাচ্ছেন অভিযোগ করে সভা ছেড়ে চলে যান রুশ দূত।
সভা ছেড়ে চলে যাওয়ার সময় রুশ রাষ্ট্রদূকে লক্ষ্য করে মিচেল বলেন, ‘আপনি কক্ষ ছেড়ে চলে যেতে পারেন, হয়ত সত্য শোনা সহজ না।’ পরে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে জনাব রুশ রাষ্ট্রদূত বলেন, ‘‘চার্লস যেসব মিথ্যা প্রচার করছেন, তাতে তিনি বসে থাকতে পারেননি।’’