ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

বিশ্বে করোনা শনাক্ত ২৮ কোটি ছাড়ালো

  • আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের। এরমধ্য দিয়ে বিশ্বে ২৮ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন। এর আগের দিন করোনায় মারা ৩ হাজার ৯০৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৯১১ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত এক দিনে সর্বোচ্চ ৯৬ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। একই সময় মারা গেছেন ৫২ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এ সময়ে ৯৬৮ জন মারা যান এবং করোনা শনাক্ত হয় ২৩ হাজার ৭২১ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জনের এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মাচের্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

বিশ্বে করোনা শনাক্ত ২৮ কোটি ছাড়ালো

আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের। এরমধ্য দিয়ে বিশ্বে ২৮ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন। এর আগের দিন করোনায় মারা ৩ হাজার ৯০৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৯১১ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত এক দিনে সর্বোচ্চ ৯৬ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। একই সময় মারা গেছেন ৫২ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এ সময়ে ৯৬৮ জন মারা যান এবং করোনা শনাক্ত হয় ২৩ হাজার ৭২১ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জনের এবং মারা গেছেন ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মাচের্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।