ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিশ্বে একদিনে শনাক্তের রেকর্ড

  • আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারো উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ২১ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে ওমিক্রন ছড়িয়ে পড়ায় জার্মানিতে সামাজিক মেলামেশার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। বড়দিনের পর সামাজিক অনুষ্ঠান উদযাপনেও সীমাবদ্ধতা দিয়েছে দেশটি। পর্তুগালেও ২৬ ডিসেম্বর থেকে নাইট ক্লাব ও বার বন্ধ রাখা হয়েছে। সুইডেনে ক্যাফে ও বারে লোকসমাগম কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। পেশাজীবীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ইউরোপের দেশ ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে মহামারি মারাত্মক আকার নিয়ে দেশটিতে মঙ্গলবার এক দিনে এক লাখ ২৯ হাজার ৪৭১টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে ব্রিটেনে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ রেকর্ড ছিল এক লাখ ২২ হাজার ১৮৬। গত ২৪ ডিসেম্বর ওই রেকর্ড সৃষ্টি হয়েছিল। তার পাঁচ দিনের মাথায় সে রেকর্ড ভেঙে গেল।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২২ হাজার ৮৯২ জন। এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৫৯ হাজার ৯৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৫৯২ জনে। মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে দেশটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

বিশ্বে একদিনে শনাক্তের রেকর্ড

আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারো উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ২১ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে ওমিক্রন ছড়িয়ে পড়ায় জার্মানিতে সামাজিক মেলামেশার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। বড়দিনের পর সামাজিক অনুষ্ঠান উদযাপনেও সীমাবদ্ধতা দিয়েছে দেশটি। পর্তুগালেও ২৬ ডিসেম্বর থেকে নাইট ক্লাব ও বার বন্ধ রাখা হয়েছে। সুইডেনে ক্যাফে ও বারে লোকসমাগম কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। পেশাজীবীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ইউরোপের দেশ ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে মহামারি মারাত্মক আকার নিয়ে দেশটিতে মঙ্গলবার এক দিনে এক লাখ ২৯ হাজার ৪৭১টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে ব্রিটেনে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ রেকর্ড ছিল এক লাখ ২২ হাজার ১৮৬। গত ২৪ ডিসেম্বর ওই রেকর্ড সৃষ্টি হয়েছিল। তার পাঁচ দিনের মাথায় সে রেকর্ড ভেঙে গেল।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২২ হাজার ৮৯২ জন। এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৫৯ হাজার ৯৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৫৯২ জনে। মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে দেশটি।