ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বিশ্বের ৫০ শতাংশ জনগোষ্ঠী করোনা টিকার আওতায়

  • আপডেট সময় : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান কমিশনের হেল্থ অ্যান্ড ফুড সেফটির প্রধান স্টেলা কিরিয়াকাইডস বলেছেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেককে করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে বিশ্বব্যপী এই টিকা কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য নানা মুখী কার্যক্রমের প্রয়োজন।’
বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত গ্লোবাল হেল্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
স্টেলা কিরিয়াকাইডস বলেন, ‘আমরা এখন এমন একটি অবস্থানে রয়েছি যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৫০ শতাংশকে করোনাভাইরাসের পূর্ণডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ইউরোপ এখন পর্যন্ত ১৬৫টি দেশকে ১ দশমিক ৭ বিলিয়ন টিকা প্রদান করেছে। আমি আগেও বলেছি এবং আজকে আবারো বলছি শুধু টিকা পাঠিয়ে বসে থাকলে হবেনা প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এই কাজটি করে চলেছি আমরা।
তিনি আরো বলেন, ‘সবচেয়ে কম টিকা নিয়েছে আফ্রিকার জনগণ। তাদের টিকা দেওয়ার জন্য আমরা প্যাকেজ তৈরি করছি।’
স্টেলা কিরিয়াকাইডস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিটি দেশের সঙ্গে কাজ করে চলেছে ইউরোপিয়ান কমিশন। এখন আরো বেশি মাত্রায় করোনার টিকা তৈরি করা হচ্ছে। যাতে প্রয়োজনের সময় কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কাজে লাগানো যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের ৫০ শতাংশ জনগোষ্ঠী করোনা টিকার আওতায়

আপডেট সময় : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান কমিশনের হেল্থ অ্যান্ড ফুড সেফটির প্রধান স্টেলা কিরিয়াকাইডস বলেছেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেককে করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে বিশ্বব্যপী এই টিকা কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য নানা মুখী কার্যক্রমের প্রয়োজন।’
বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত গ্লোবাল হেল্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
স্টেলা কিরিয়াকাইডস বলেন, ‘আমরা এখন এমন একটি অবস্থানে রয়েছি যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৫০ শতাংশকে করোনাভাইরাসের পূর্ণডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ইউরোপ এখন পর্যন্ত ১৬৫টি দেশকে ১ দশমিক ৭ বিলিয়ন টিকা প্রদান করেছে। আমি আগেও বলেছি এবং আজকে আবারো বলছি শুধু টিকা পাঠিয়ে বসে থাকলে হবেনা প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এই কাজটি করে চলেছি আমরা।
তিনি আরো বলেন, ‘সবচেয়ে কম টিকা নিয়েছে আফ্রিকার জনগণ। তাদের টিকা দেওয়ার জন্য আমরা প্যাকেজ তৈরি করছি।’
স্টেলা কিরিয়াকাইডস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিটি দেশের সঙ্গে কাজ করে চলেছে ইউরোপিয়ান কমিশন। এখন আরো বেশি মাত্রায় করোনার টিকা তৈরি করা হচ্ছে। যাতে প্রয়োজনের সময় কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কাজে লাগানো যায়।