ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় লেজ যে বিড়ালের

  • আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : শিকারি বিড়ালকে গোফ দিয়ে চেনা গেলেও সিলভার মাইনে কুনের বিড়াল সাইগনুসকে চেনা যায় তার লেজ দিয়ে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়াল। ২০১৭ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম ওঠে সাইগনুসের। আমেরিকার মিশিগানে বাস করা বিড়ালটির নাম সাইগনুস অব ফার্নডেল। বিড়ালটির লেজের দৈর্ঘ্য ৪৪.৬৬ সেন্টিমিটার বা ১৭.৫৮ ইঞ্চি। সাইগনুসকে নিয়ে খুব খুশিতেই দিন কাটে তার মালিকের। বিড়ালটির মালিক স্বামী-স্ত্রী লরেন এবং উইল পাওয়ারসকে বেশ দুশ্চিন্তায়ই থাকতে হয় তাকে নিয়ে। বাড়ির চারপাশে হাঁটা এবং দরজা বন্ধ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় তাদের। কারণ সাইগনুসের লেজটি কখন কোথায় আটকে যায় বলা যায় না। সাইগনুসের লেজটি বেড়েছে বেশ আশ্চর্যজনকভাবে। প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে বড় হয়েছে লেজটি। আরও মজার ব্যাপার হচ্ছে, সাইগনুসের ভাইও এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে। সে এই মুহূর্তে জীবন্ত গৃহপালিত বিড়ালের মধ্যে সবচেয়ে লম্বা। তার উচ্চতা ৪৮.৮ সেন্টিমিটার বা ১৯.০৫ ইঞ্চি। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বের সবচেয়ে বড় লেজ যে বিড়ালের

আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : শিকারি বিড়ালকে গোফ দিয়ে চেনা গেলেও সিলভার মাইনে কুনের বিড়াল সাইগনুসকে চেনা যায় তার লেজ দিয়ে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়াল। ২০১৭ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম ওঠে সাইগনুসের। আমেরিকার মিশিগানে বাস করা বিড়ালটির নাম সাইগনুস অব ফার্নডেল। বিড়ালটির লেজের দৈর্ঘ্য ৪৪.৬৬ সেন্টিমিটার বা ১৭.৫৮ ইঞ্চি। সাইগনুসকে নিয়ে খুব খুশিতেই দিন কাটে তার মালিকের। বিড়ালটির মালিক স্বামী-স্ত্রী লরেন এবং উইল পাওয়ারসকে বেশ দুশ্চিন্তায়ই থাকতে হয় তাকে নিয়ে। বাড়ির চারপাশে হাঁটা এবং দরজা বন্ধ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় তাদের। কারণ সাইগনুসের লেজটি কখন কোথায় আটকে যায় বলা যায় না। সাইগনুসের লেজটি বেড়েছে বেশ আশ্চর্যজনকভাবে। প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে বড় হয়েছে লেজটি। আরও মজার ব্যাপার হচ্ছে, সাইগনুসের ভাইও এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে। সে এই মুহূর্তে জীবন্ত গৃহপালিত বিড়ালের মধ্যে সবচেয়ে লম্বা। তার উচ্চতা ৪৮.৮ সেন্টিমিটার বা ১৯.০৫ ইঞ্চি। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড