প্রত্যাশা ডেস্ক : সন্তান জন্মের পর বাবা-মা বাড়ি নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মাত্র ২১২ গ্রাম ওজন নিয়ে সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় ফেরা হয়নি বাড়ি। মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে কন্যাশিশু কুয়েক ইউ জুয়ান। অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরায় আলোড়ন নেট দুনিয়ায়।
সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে খুদে শিশুর তকমা জোটে কুয়েক ইউ জুয়ানের গায়ে। কারণ, ২০১৮ সালে জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২১২ গ্রাম, যা একটা আপেলের ওজনের সমান। চিকিৎসক এবং বাবা-মা আশা ছেড়ে দিয়েছিল শিশুটিকে বাঁচানোর।
২৫ সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুটিকে বাঁচাতে ১৩ মাস ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে দুনিয়ার আলো দেখে শিশু জুয়ান। এখন তার ওজন দাঁড়িয়েছে ৬.৩ কেজি, অর্থাৎ ১৪ পাউন্ড।
সিঙ্গাপুরের শিশুটির মা প্রি-অ্যাকলামসিয়ায় ভুগছিলেন। এ রোগে রক্তচাপ বেড়ে যাওয়ায় দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে এবং গর্ভবতী মা-শিশু দুজনের জন্যই মৃত্যুর কারণ হতে পারে। তাই একটি জরুরি সার্জারির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়। এরপর থেকেই শিশুটিকে বাঁচাতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। প্রচারণার মাধ্যমে কন্যাশিশু কুয়েক ইউ জুয়ানের চিকিৎসায় হাসপাতালের বিপুল অঙ্কের খরচ মেটানো হয়েছে।