ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

  • আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট ফোন মনে করা হয় জেনকো টাইনি টি১ ফোনটিকে। জেনকো টাইনি টি১-এর দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিমি, প্রস্থ ২১ মিমি এবং পুরুত্ব ১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম। এটি একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা। আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়ে যেতে পারে।

তবে আশ্চর্যের বিষয় হলো এই খুদে ফোনটি দিয়েও আপনি কল করতে, মেসেজ পাঠাতে পারেন ঠিক অন্য ফোনের মতোই। ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এই ফোনে। এই ছোট্ট গ্যাজেটটিতে আছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর, টেক্সট ও মেনু দেখা যায়।

এতে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে আপনি ২জি নেটওয়ার্কে কল ও মেসেজ পাঠাতে পারবেন। যদিও স্মার্টফোন যুগে ২জি অনেকটা অতীত, তবুও এই ফোনের মূল আকর্ষণ তার আকার ও অভিনবত্ব। ফোনটি ব্লুটুথ সমর্থন করে। ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে।

জেনকো টাইনি টি১ প্রথম পরিচিত হয় ডিসেম্বর ২০১৭-এ কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালের মে মাসে বাজারে আসে এটি। জেনকো টাইনি টি১ দেখতে অনেকটা খেলনার মতো। এর কিপ্যাড ছোট হলেও স্পর্শে প্রতিক্রিয়া ভালো। এতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই আছে, ফলে ফোনে কথা বলার সময় কোনো সমস্যা হয় না। ফোনের বডি মজবুত প্লাস্টিকের তৈরি, যা ছোট হওয়া সত্ত্বেও টেকসই।

ব্যাটারির ক্ষমতা ছোট হলেও, এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব। প্রথম দিকে জেনকো টাইনি টি১-এর দাম ছিল প্রায় ৪০-৫০ ডলার। বর্তমানে কিছু অনলাইন মার্কেটপ্লেসে এটি সংগ্রহযোগ্য আইটেম হিসেবে বিক্রি হয়। যদিও এটি কোনো মূলধারার ফোন নয়, তবুও এর জনপ্রিয়তা কমেনি প্রযুক্তি অনুরাগীদের কাছে।

সূত্র: কিকস্টারটেড

এসি/আপ্র/০৭/১০/২০২

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট ফোন মনে করা হয় জেনকো টাইনি টি১ ফোনটিকে। জেনকো টাইনি টি১-এর দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিমি, প্রস্থ ২১ মিমি এবং পুরুত্ব ১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম। এটি একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা। আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়ে যেতে পারে।

তবে আশ্চর্যের বিষয় হলো এই খুদে ফোনটি দিয়েও আপনি কল করতে, মেসেজ পাঠাতে পারেন ঠিক অন্য ফোনের মতোই। ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এই ফোনে। এই ছোট্ট গ্যাজেটটিতে আছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর, টেক্সট ও মেনু দেখা যায়।

এতে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে আপনি ২জি নেটওয়ার্কে কল ও মেসেজ পাঠাতে পারবেন। যদিও স্মার্টফোন যুগে ২জি অনেকটা অতীত, তবুও এই ফোনের মূল আকর্ষণ তার আকার ও অভিনবত্ব। ফোনটি ব্লুটুথ সমর্থন করে। ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে।

জেনকো টাইনি টি১ প্রথম পরিচিত হয় ডিসেম্বর ২০১৭-এ কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালের মে মাসে বাজারে আসে এটি। জেনকো টাইনি টি১ দেখতে অনেকটা খেলনার মতো। এর কিপ্যাড ছোট হলেও স্পর্শে প্রতিক্রিয়া ভালো। এতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই আছে, ফলে ফোনে কথা বলার সময় কোনো সমস্যা হয় না। ফোনের বডি মজবুত প্লাস্টিকের তৈরি, যা ছোট হওয়া সত্ত্বেও টেকসই।

ব্যাটারির ক্ষমতা ছোট হলেও, এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব। প্রথম দিকে জেনকো টাইনি টি১-এর দাম ছিল প্রায় ৪০-৫০ ডলার। বর্তমানে কিছু অনলাইন মার্কেটপ্লেসে এটি সংগ্রহযোগ্য আইটেম হিসেবে বিক্রি হয়। যদিও এটি কোনো মূলধারার ফোন নয়, তবুও এর জনপ্রিয়তা কমেনি প্রযুক্তি অনুরাগীদের কাছে।

সূত্র: কিকস্টারটেড

এসি/আপ্র/০৭/১০/২০২