আর্ন্তজাতিক ডেস্ক: ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন পুনর্বহাল করার পর শুক্রবার রাতে টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে।
গত বছর বাতিল হওয়া প্রায় ১৩৯ বিলিয়ন ডলার মূল্যের এই শেয়ার অপশন পুনর্বহাল করায় তার সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে। ২০১৮ সালে প্রণীত মাস্কের বেতন-ভাতা প্যাকেজটির মূল্য তখন ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত দুই বছর আগে ওই চুক্তিকে ‘অকল্পনীয়’ বলে বাতিল করেছিল।
ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়ে জানান, ২০২৪ সালের যে রায়ে এই প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা মাস্কের প্রতি ‘অনুচিত ও অন্যায়’ ছিল।
এর আগে চলতি সপ্তাহে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন প্রতিবেদনের পরই তার সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যায়।
আলাদাভাবে নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের বেতন-ভাতা পরিকল্পনায় অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ।
বিনিয়োগকারীরা এতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের শক্তিধর প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের স্বপ্নের প্রতি সমর্থন জানান।
ফোর্বসের তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে আরো সুদৃঢ় করেছে।
ওআ/আপ্র/২১/১২/২০২৫

























