ক্রীড়া ডেস্ক : ক্রিকেটবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ক্রিকেটীয় আসর আইপিএলের ১৬তম আসরের নিলামে ১৮ কোটি ৫০ লাখ রুপি বিক্রি হয়েছেন ইংল্যান্ডর অলরাউন্ডার স্যাম কারান। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। আইপিএল সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার বিষয়টি বিশ্বাসই হচ্ছে না এই ক্রিকেটারের। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের। ২০২১ সালের নিলামে মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের দশ দল মিলে ৭১তম বিডে কারানকে কিনে নিতে পারে পাঞ্জাব। এ বছর অনষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয়বারের মত ইংলিশদের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিলো কারানের। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। আসরে বল হাতে ১৩ উইকেট ও ১২ রান করেছিলেন কারান। গত সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টিতে ৭ দশমিক ০৮ গড়ে ২৫ উইকেট নেন কারান। ব্যাটিংয়েও উন্নতি করেছেন তিনি। বিশেষভাবে স্পিনারদের বিপক্ষে দারুণ খেলেছেন এই বাঁ-হাতি। ২০২০ সাল থেকে ৩১টি টি-টোয়েন্টিতে ২৭ গড় ও ১৫৫ স্ট্রাইক রেট ছিলো তার। রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হওয়ায় স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভে কারান বলেন, ‘এমন বিড পেয়ে একেবারে অভিভূত ও অবিশ্বাস্যভাবে বিনীত আমি। এমন কিছু হবে তা কখনো কল্পনাও করিনি।’