ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিশ্বমানের জাহাজ রপ্তানি করবে টিএসএলএল

  • আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএলের এমডি সাফওয়ান সোবহান গত বুধবার নতুন ছয়টি জাহাজ নির্মাণের কিল-লে কার্যক্রমের উদ্বোধন করেন। আরো ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান
রাজধানীর অদূরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকসের (টিএসএলএল) দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে নিরবচ্ছিন্ন গতিতে চলছে জাহাজ তৈরির কর্মকা-। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএলের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান গত বুধবার এখানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাহাজি হাতুড়ির আঘাতের মাধ্যমে নতুন ছয়টি জাহাজ নির্মাণের প্রথা কিল-লে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান। এজিএম-অপারেশন ও ইনচার্জ (টিএসএলএল) ইঞ্জিনিয়ার হাসান মো. মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিওও (টিএসএলএল) খাইরুল বশির খান, সিওও (বসুন্ধরা মাল্টি ট্রেডিং, বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন, টিএসএলএল) মির্জা মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম (শিপ বিল্ডার বে টেক-এর পক্ষে), হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) মো. তৌফিক হাসান, হেড অব ডিভিশন (শিপিং অপারেশনস ও এজেন্সি, টিএসএলএল) ক্যাপ্টেন মাহবুবুল আলম, হেড অব পিএসএস মো. ফয়েজুর রহমান, এজিএম-শিপ বিল্ডিং (টিএসএলএল) ইঞ্জিনিয়ার মাজেদুল হক তোহা এবং প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিংয়ের (আইআরএস) নিয়োগকৃত সার্ভেয়ার অনুপ কুমার উপস্থিত থেকে সাফওয়ান সোবহানের হাতে কিল-লে সার্টিফিকেট হস্তান্তর করেন। স্বয়ংক্রিয়ভাবে পণ্য খালাসে সক্ষম (লেফ আনলোডিং) প্রতিটি দুই হাজার ১৫০ ডিডাব্লিউটি ধারণক্ষমতার এমভি রানিয়া-৮, এমভি রানিয়া-৯, এমভি রানিয়া-১০, এমভি রানিয়া-১১, এমভি রানিয়া-১২ এবং এমভি রানিয়া-১৩ মোট এই ছয়টি জাহাজ নির্মিত হচ্ছে আইআরএস ক্লাস অনুযায়ী, তাদের সামগ্রিক নীতিমালা, নির্দেশনা, তত্ত্বাবধান ও অনুমোদনের মাধ্যমে। এ প্রসঙ্গে প্রধান অতিথি হিসেবে সাফওয়ান সোবহান তাঁর বক্তব্যে বলেন, এত অল্প সময়ের মধ্যে টিএসএলএল অত্যন্ত দক্ষতা আর নিপুণতার সঙ্গে পরিবেশবান্ধব একটি সুবিশাল গ্রিন ইয়ার্ড প্রতিষ্ঠা করেছে, যেখানে দেশের আঙিনায় প্রথমবারের মতো এত বড় মাপের এতগুলো সেলফ আনলোডিং জাহাজ একসঙ্গে নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি এই জাহাজ অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে সক্রিয় হবে। এটি দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে এক যুগান্তকারী অবতারণা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘শিগগির আমরা আন্তর্জাতিক মানের জাহাজ রপ্তানি করব ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’ চার শতাধিক কারিগরি দক্ষ ও নিবেদিত কর্মীর সমন্বয়ে গড়া টিএসএলএল ইয়ার্ডটি উপস্থিত অতিথিরা পরিদর্শন করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বমানের জাহাজ রপ্তানি করবে টিএসএলএল

আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএলের এমডি সাফওয়ান সোবহান গত বুধবার নতুন ছয়টি জাহাজ নির্মাণের কিল-লে কার্যক্রমের উদ্বোধন করেন। আরো ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান
রাজধানীর অদূরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকসের (টিএসএলএল) দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে নিরবচ্ছিন্ন গতিতে চলছে জাহাজ তৈরির কর্মকা-। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএলের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান গত বুধবার এখানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাহাজি হাতুড়ির আঘাতের মাধ্যমে নতুন ছয়টি জাহাজ নির্মাণের প্রথা কিল-লে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান। এজিএম-অপারেশন ও ইনচার্জ (টিএসএলএল) ইঞ্জিনিয়ার হাসান মো. মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিওও (টিএসএলএল) খাইরুল বশির খান, সিওও (বসুন্ধরা মাল্টি ট্রেডিং, বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন, টিএসএলএল) মির্জা মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম (শিপ বিল্ডার বে টেক-এর পক্ষে), হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) মো. তৌফিক হাসান, হেড অব ডিভিশন (শিপিং অপারেশনস ও এজেন্সি, টিএসএলএল) ক্যাপ্টেন মাহবুবুল আলম, হেড অব পিএসএস মো. ফয়েজুর রহমান, এজিএম-শিপ বিল্ডিং (টিএসএলএল) ইঞ্জিনিয়ার মাজেদুল হক তোহা এবং প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিংয়ের (আইআরএস) নিয়োগকৃত সার্ভেয়ার অনুপ কুমার উপস্থিত থেকে সাফওয়ান সোবহানের হাতে কিল-লে সার্টিফিকেট হস্তান্তর করেন। স্বয়ংক্রিয়ভাবে পণ্য খালাসে সক্ষম (লেফ আনলোডিং) প্রতিটি দুই হাজার ১৫০ ডিডাব্লিউটি ধারণক্ষমতার এমভি রানিয়া-৮, এমভি রানিয়া-৯, এমভি রানিয়া-১০, এমভি রানিয়া-১১, এমভি রানিয়া-১২ এবং এমভি রানিয়া-১৩ মোট এই ছয়টি জাহাজ নির্মিত হচ্ছে আইআরএস ক্লাস অনুযায়ী, তাদের সামগ্রিক নীতিমালা, নির্দেশনা, তত্ত্বাবধান ও অনুমোদনের মাধ্যমে। এ প্রসঙ্গে প্রধান অতিথি হিসেবে সাফওয়ান সোবহান তাঁর বক্তব্যে বলেন, এত অল্প সময়ের মধ্যে টিএসএলএল অত্যন্ত দক্ষতা আর নিপুণতার সঙ্গে পরিবেশবান্ধব একটি সুবিশাল গ্রিন ইয়ার্ড প্রতিষ্ঠা করেছে, যেখানে দেশের আঙিনায় প্রথমবারের মতো এত বড় মাপের এতগুলো সেলফ আনলোডিং জাহাজ একসঙ্গে নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি এই জাহাজ অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে সক্রিয় হবে। এটি দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে এক যুগান্তকারী অবতারণা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘শিগগির আমরা আন্তর্জাতিক মানের জাহাজ রপ্তানি করব ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’ চার শতাধিক কারিগরি দক্ষ ও নিবেদিত কর্মীর সমন্বয়ে গড়া টিএসএলএল ইয়ার্ডটি উপস্থিত অতিথিরা পরিদর্শন করেন।