প্রত্যাশা ডেস্ক : বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪০০ ছাড়িয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে।
গত সোমবার হালনাগাদ তথ্যে জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, গত বুধবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এমন তথ্য পেয়েছে তারা আর আক্রান্তদের অধিকাংশই ইউরোপের। ডব্লিউএইচও বলেছে, ১৭ জুন থেকে সংস্থাটির কাছে ১৩১০টি নতুন সংক্রমণের তথ্য এসেছে আর এ সময় মাঙ্কিপক্স আরও আটটি নতুন দেশে ছড়িয়েছে। মাঙ্কিপক্স এখনও ‘বিশ্বের জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’হয়নি বলে গত সপ্তাহে জানিয়েছে সংস্থাটি। তারপরও ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, এই প্রাদুর্ভাব নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্ত ৩৪০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ