ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে সর্বোচ্চ রেকর্ড

  • আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম। বিশ্ববাজারে সোনার দাম সোমবার (২২ নভেম্বর) সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনায় সোনার দামে এই বৃদ্ধি দেখা গেছে।

সোমবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে, স্পট রুপার দাম বেড়ে ০৩৪৪-এ প্রতি আউন্স ৬৯ দশমিক ২৩ ডলারে ওঠে, এটির রেকর্ডও সর্বোচ্চ।

বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ব্যাপারে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুসারে, মার্কিন শ্রমবাজারের দুর্বলতা এবং মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরো সহজ করার সুযোগ দেওয়া হয়েছে।

ভূ-রাজনীতি, বাণিজ্য উত্তেজনা, আগামী বছর সুদের হার কমার সম্ভাবনাসহ কারণে চলতি বছর সোনার দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত অক্টোবরের শেষের দিকে সোনার দামে বড় পতন দেখা দেয়। সে সময় সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৩০.৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন।

এসি/আপ্র/২২/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল: সিইসি

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে সর্বোচ্চ রেকর্ড

আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম। বিশ্ববাজারে সোনার দাম সোমবার (২২ নভেম্বর) সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনায় সোনার দামে এই বৃদ্ধি দেখা গেছে।

সোমবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে, স্পট রুপার দাম বেড়ে ০৩৪৪-এ প্রতি আউন্স ৬৯ দশমিক ২৩ ডলারে ওঠে, এটির রেকর্ডও সর্বোচ্চ।

বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ব্যাপারে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুসারে, মার্কিন শ্রমবাজারের দুর্বলতা এবং মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরো সহজ করার সুযোগ দেওয়া হয়েছে।

ভূ-রাজনীতি, বাণিজ্য উত্তেজনা, আগামী বছর সুদের হার কমার সম্ভাবনাসহ কারণে চলতি বছর সোনার দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত অক্টোবরের শেষের দিকে সোনার দামে বড় পতন দেখা দেয়। সে সময় সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৩০.৪০ ডলারে নেমে আসে। যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন।

এসি/আপ্র/২২/১২/২০২৫