ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

  • আপডেট সময় : ১২:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া ও সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

এদিন বাজারে স্পট গোল্ডের দাম আ্উন্সপ্রতি ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৬ ডলারে। আগের সেশনের শুরুতে এটি সর্বোচ্চ ৩ হাজার ৫০৮.৫০ ডলার স্পর্শ করে, যা ইতিহাসের সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩৩ শতাংশ।

ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচারসের দাম ১.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫.৫০ ডলারে।

ক্যাপিটাল ডট কম-এর বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, মার্কিন অর্থনীতির দুর্বলতা ও সুদহার কমানোর প্রত্যাশা সোনার মতো মূল্যবান ধাতুকে আরো আকর্ষণীয় করে তুলছে।

তিনি আরো বলেন, ডলার-নির্ভর সম্পদের প্রতি আস্থা কমে যাওয়াও একটা বড় কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে যেভাবে প্রশ্ন তুলছেন, তাতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোয় সমালোচনা করে আসছেন। সম্প্রতি তিনি ফেডের সদরদপ্তরের ব্যয়বহুল সংস্কার নিয়েও পাওয়েলকে আক্রমণ করেন।

এছাড়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ফেড স্বতন্ত্র সংস্থা হওয়া উচিত, তবে তিনি দাবি করেন যে এটি অনেক ভুল করেছে এবং প্রেসিডেন্টের ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার রয়েছে।

মার্কিন ডলারের দরপতনের ফলে সোনার দাম আন্তর্জাতিক ক্রেতাদের জন্য আরো সাশ্রয়ী হয়েছে। বর্তমানে ডলার সূচক এক মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

আপডেট সময় : ১২:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া ও সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

এদিন বাজারে স্পট গোল্ডের দাম আ্উন্সপ্রতি ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৬ ডলারে। আগের সেশনের শুরুতে এটি সর্বোচ্চ ৩ হাজার ৫০৮.৫০ ডলার স্পর্শ করে, যা ইতিহাসের সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩৩ শতাংশ।

ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচারসের দাম ১.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫.৫০ ডলারে।

ক্যাপিটাল ডট কম-এর বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, মার্কিন অর্থনীতির দুর্বলতা ও সুদহার কমানোর প্রত্যাশা সোনার মতো মূল্যবান ধাতুকে আরো আকর্ষণীয় করে তুলছে।

তিনি আরো বলেন, ডলার-নির্ভর সম্পদের প্রতি আস্থা কমে যাওয়াও একটা বড় কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে যেভাবে প্রশ্ন তুলছেন, তাতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোয় সমালোচনা করে আসছেন। সম্প্রতি তিনি ফেডের সদরদপ্তরের ব্যয়বহুল সংস্কার নিয়েও পাওয়েলকে আক্রমণ করেন।

এছাড়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ফেড স্বতন্ত্র সংস্থা হওয়া উচিত, তবে তিনি দাবি করেন যে এটি অনেক ভুল করেছে এবং প্রেসিডেন্টের ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার রয়েছে।

মার্কিন ডলারের দরপতনের ফলে সোনার দাম আন্তর্জাতিক ক্রেতাদের জন্য আরো সাশ্রয়ী হয়েছে। বর্তমানে ডলার সূচক এক মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০২/০৯/২০২৫